২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

-

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নূর আলম (৩৫) নামে এক কৃষক নিহত ও দুজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে ফরিদপুর সদরের বদরপুর এলাকায় ফরিদপুর-সালথা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত নূর আলম একজন কৃষক। তিনি সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিসাপট্টি গ্রামের রতন মোল্লার ছেলে। তিনি বিবাহিত এবং দুই ছেলে ও এক মেয়ের বাবা।

আহতরা হলেন, একই গ্রামের শাহ আলম (৩৯) ও মো: শরিফুল (৩৭)। তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম বলেন, একটি থ্রি-হুইলার মাহেন্দ্রতে করে সালথা থেকে একটি মামলায় হাজিরা দিতে তারা ফরিদপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ঘে মাহেন্দ্রটি সড়কের ওপর দুমড়ে মুচড়ে যায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।


আরো সংবাদ



premium cement