২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে বিএনপির অফিসসহ দুই দোকান পুড়ে ছাই

মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে বিএনপির অফিসসহ দুই দোকান পুড়ে ছাই -

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির অফিসসহ দুইটি দোকান আগুনে পুড়ে ছাই হয়েগেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার ভোর রাতে উপজেলার আড়িয়ল বাজারের মশার কয়েল থেকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা ধারণা করছে।

ভয়াভহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় মো. হাসান মাদবরের মুদি দোকান, কাশেম শেখের চায়ের দোকান এবং স্থানীয় বিএনপি অফিস সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ব্রীজের উপর থেকে বেচা কিনা করতেন ভাড়াটিয়া মুদি দোকানদার হাসান। দোকানটি নদীর উপর খাম ঘেরে তোলা হয়েছে। এই দোকানের প্রকৃত মালিক মো. আলী।

মুদি দোকানদার মো. হাসান মাদবর জানান, ১ লাখ ৫০ হাজার টাকার মামামালসহ দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। কাশেম শেখ জানান, দোকানে থাকা সিগারেট, বিস্কুটসহ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। মো. আলী জানান, আমার দোকান ঘরটির পুরে ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌছার আগেই আগুন নিভিয়ে ফেলে স্থানীয়রা। মশার কয়েল থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

মিষ্টির দোকানের মালিক মনির হোসেন মোল্লা জানান, আমিও দোকান ঘরের মধ্যে লাকড়ি রাখতাম। সর্বমোট অনুমান ৫ লাখ টাকার মতো ক্ষতি সাধিত হয়েছে।

প্রত্যক্ষদর্শী শফি মিজি জানান, একটি মুদি দোকান যা ব্রিজের উপর দিয়েই বেচা কেনা করতেন। নীচে চায়ের দোকান। বিএনপি পার্টি অফিসে তেমন কিছু ছিল না কয়েকটা চেয়ার ছিল। রাতে আগুন লেগে মুদি দোকান ও চায়ের দোকানের সকল কিছুই পড়ে ছাই হয়ে গেছে।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ হারুন-অর-রশিদ জানান- ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে এই অগ্নিকাণ্ড হয়েছে।


আরো সংবাদ



premium cement
‘দিনে দাওয়াতি কাজ করতে হবে আর রাতে আল্লাহর সাহায্য চাইতে হবে’ অ্যান্টিমাইক্রোবিয়াল প্রাণি ও পরিবেশের জন্য বড় হুমকি নতুন পর্যটন গন্তব্যের সন্ধান করছে সরকার : হাসান আরিফ বানারীপাড়ায় হত্যা ও প্রতারণা মামলায় গ্রেফতার ২ রাবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক জাহিদুল ইসলাম ‘ট্রাম্পের সাথে অভিন্ন ক্ষেত্র খুঁজে পাবেন অধ্যাপক ইউনূস’ তাজিকিস্তানকে হারাল বাংলাদেশ ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে : মির্জা ফখরুল খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ফেরতের দাবি জানালেন আলাল টানা দুই ওভারে ২ উইকেট শিকার তাসকিনের ‘প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়া প্রয়োজন’

সকল