করোনার ভেজাল ওষুধ, গ্রেফতার ৩
- নারায়ণগঞ্জ সংবাদদাতা
- ০১ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৯
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অননুমোদিত কারখানায় ভেজাল ওষুধ তৈরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-১১। তারা হলেন মোঃ নিজাম উদ্দিন (৩৯), মোঃ খাদেম হোসেন (৩০) ও মোঃ আমিনুল ইসলাম (১৮)।
মঙ্গলবার দুপুরে র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
র্যাব জানায়, ৩১ আগস্ট দুপুরে সোনারগাঁয়ের সাদিপুর এলাকায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত র্যাব-১১, সিপিএসসি এর অভিযানকালে অননুমোদিত কারখানায় করোনা রোগের ভেজাল ও মানহীন ওষুধ তৈরির সময় হাতে-নাতে তিনজনকে গ্রেফতার করা হয়।
কারখানায় তৈরি অবস্থায় ১৮০ গ্রাম ওজনের ১০২ জার ‘নিহারিকা মান্না’ পাউডার নামক ভেজাল ও মানহীন খাদ্যপণ্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন সাদিপুর এলাকায় জনৈক ছানোয়ারের বাসা ভাড়া নিয়ে ‘গ্লোবাল গেইন কনজুমার প্রোডাক্টস লিঃ’ নামক ফ্যাক্টরী চালিয়ে আসছিল। উক্ত ফ্যাক্টরীতে ‘নিহারীকা’ ব্র্যান্ড নাম দিয়ে করোনা রোগের ভেজাল ও মানহীন ওষুধ ‘নিহারিকা মান্না’ পাউডার উৎপাদন করে করোনা রোগের ওষুধ হিসেবে বাজারজাত করে আসছে। গ্রেফতারকৃত আসামিরা অনুমোদনবিহীন ক্যামিকেল দ্বারা অস্বাস্থ্যকর পদ্ধতিতে ভেজাল দিয়ে খাদ্যপণ্যের গুণগত মান পরিবর্তন করে উৎপাদন ও বিক্রয় করে আসছিল যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ও হুমকিস্বরুপ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, ‘নিহারিকা মান্না’ পাউডার নামক অননুমোদিত ভেজাল ও মানহীন খাদ্যপণ্য নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় প্রতারণামূলকভাবে সরবরাহ করে আসছিল তারা।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা