০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, empty
`

শিমুলিয়া-কাঠাঁলবাড়ী ঘাটে পারের অপেক্ষায় তিন শতাধিক গাড়ি

শিমুলিয়া-কাঠাঁলবাড়ী ঘাটে পারের অপেক্ষায় তিন শতাধিক গাড়ি - সংগৃহীত

মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে নাব্যতা সংকটের কারণে সীমিত সংখ্যাক ফেরি চলাচল করছে। এতে করে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে প্রায় তিন শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আছে। এর মধ্যে প্রাইভেটকার, পিকআপ ও ট্রাকের সংখ্যাই বেশি। সোমবার নৌরুটে সকাল থেকে ৫টি ছোট ফেরি চলাচল করছে।

শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসি’র ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, পারের অপেক্ষায় শিমুলিয়া ঘাটে পুরাতন গাড়ির সাথে নতুন গাড়ি যোগ হয়েছে। সন্ধ্যা ৬.৪০ মিনিটের দিকে ঘাটে তিন শতাধিক গাড়ি পারের অপেক্ষায় ছিল। পণ্যবাহী গাড়িগুলোকে অনুরোধ করা হচ্ছে অন্য রুট ব্যবহারের জন্য। নাব্যতা সংকট নিরসন না হওয়া পর্যন্ত স্বাভাবিক হচ্ছে না ফেরি চলাচল।


আরো সংবাদ



premium cement