২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শ্রীনগরে বড়শিতে মাছ ধরতে গিয়ে মিলল লাশ

-

মুন্সীগঞ্জের শ্রীনগরে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার পাকিরাপাড়া এলাকার নির্মাণাধীন রেল লাইনের পাশের জমি থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে স্থানীয় এক জেলে বড়শিতে মাছ ধরতে গিয়ে লাশটি দেখতে পায়। পরে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যকে বিষয়টি জানান। তিনি পুলিশে খবর দেয়। পুলিশ সন্ধ্যার দিকে লাশটি উদ্ধার করে। অজ্ঞাত পরিচয়ের পুরুষের আনুমানিক বয়স ৫০ বছর। তার পরণে খয়েরি রংয়ের ফুলহাতা টি শার্ট ও কালো রংয়ের প্যান্ট রয়েছে।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো: হেলাল উদ্দিন জানান, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

 


আরো সংবাদ



premium cement