এমপির বিরুদ্ধে মানহানিকর পোস্ট, যুবক আটক
- আড়াইহাজার (নারায়ণগঞ্জ)সংবাদদাতা
- ২৯ আগস্ট ২০২০, ১৬:৫৮
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সরকার দলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে ফেইসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ায় কাউছার আহমেদ পলাশ (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে আটকের পর তাকে শনিবার তাকে ৫ দিনের রিমাণ্ড চেয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।
আটককৃত পলাশ উপজেলার ডোমারচর গ্রামের জামানের ছেলে। সে কেন্দ্রীয় যুবলীগের সাবেক তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ইকবাল পারভেজের সাথে রাজনীতির সাথে সম্পৃক্ত।
আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এস আই ) কাজী সালেহ আহমেদ জানান,আটককৃত পলাশ ফেইসবুকে কয়েকটি আইডি চালু করে এমপি নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করে থাকেন। যার ফলে তাকে আটকত করা হয়।
এর আগে শুক্রবার বিকালে সরকারী সফর আলী কলেজের ভিপি নিহাদুল ইসলাম রাজু বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা