১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বালিয়াকান্দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প

বালিয়াকান্দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প - নয়া দিগন্ত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ঘিকমলা মুক্তিযোদ্ধা আবদুল খালেক মন্ডল পিকনিক স্পটে ৩য় তলা মুক্তিযোদ্ধা স্মৃতি ভবন উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল থেকে এলাকার গরীব ও অসহায় রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আব্দুল্লাহ আল সাঈফ, মধুখালীর উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. সুলতান আহম্মেদ, কুদরত-ই রহমান মহব্বত, মো. সালাউদ্দিন প্রায় দুই শতাধিক রোগী দেখেন।

বিকালে নারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক মন্ডলের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা স্মৃতি ভবন উদ্বোধন করেন, মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আব্দুল্লাহ আল সাঈফ।

এসময় নারুয়া ইউপি সদস্য বিল্লাল হোসেন, শহিদুল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক মন্ডল তার নিজস্ব সম্পত্তির উপর একটি পিকনিক স্পট নির্মাণ করার পাশাপাশি ১৯৭১ সালের মহান মুক্তিযদ্ধে অংশগ্রহনকারী সকল মুক্তিযোদ্ধাদের স্মরণে ৩য় তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা স্মৃতি ভবন নির্মাণ করেছেন।

মুক্তিযোদ্ধা আবদুল খালেক মন্ডল বলেন, কোন স্বহৃদয়বান ব্যক্তি যদি এখানে একটি হাসপাতাল করতে চায়, তাহলে আমি জমি দান করতে প্রস্তুত আছি।

মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আব্দুল্লাহ আল সাঈফ বলেন, প্রতিমাসে একদিন শুক্রবার আমি ফ্রি রোগী দেখাসহ বিনামুল্যে ঔষধ প্রদান করবো।


আরো সংবাদ



premium cement
নারী সহকর্মীর শ্লীলতাহানির চেষ্টা রাজউক কর্মকর্তা বরখাস্ত ৫ বছর পরপর জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে : অ্যাটর্নি জেনারেল মির্জা ফখরুলের সাথে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বন্ধ সব কলকারখানা চালু করা হবে হাজীদের টাকা ফেরতের নামে সক্রিয় প্রতারক চক্র পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ চট্টগ্রাম শহরে পরিকল্পনার চেয়ে অর্থের অপচয় বেশি হয়েছে বিএনপিকে যারা থামাতে গিয়েছে, তারাই ধ্বংস হয়েছে : আমীর খসরু প্রকাশিত খবরের প্রতিবাদ ইনসাব ভিত্তিক রাষ্ট্র গঠনে শিক্ষকদের অবদান রাখতে হবে : মুহাম্মদ শাহজাহান অন্তর্বর্তীকালীন সরকারকে নির্দিষ্ট সময়ে মধ্যে নির্বাচন করতে হবে : রিজভী

সকল