বালিয়াকান্দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প
- বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা
- ২৮ আগস্ট ২০২০, ২১:৫৩
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ঘিকমলা মুক্তিযোদ্ধা আবদুল খালেক মন্ডল পিকনিক স্পটে ৩য় তলা মুক্তিযোদ্ধা স্মৃতি ভবন উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে এলাকার গরীব ও অসহায় রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আব্দুল্লাহ আল সাঈফ, মধুখালীর উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. সুলতান আহম্মেদ, কুদরত-ই রহমান মহব্বত, মো. সালাউদ্দিন প্রায় দুই শতাধিক রোগী দেখেন।
বিকালে নারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক মন্ডলের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা স্মৃতি ভবন উদ্বোধন করেন, মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আব্দুল্লাহ আল সাঈফ।
এসময় নারুয়া ইউপি সদস্য বিল্লাল হোসেন, শহিদুল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক মন্ডল তার নিজস্ব সম্পত্তির উপর একটি পিকনিক স্পট নির্মাণ করার পাশাপাশি ১৯৭১ সালের মহান মুক্তিযদ্ধে অংশগ্রহনকারী সকল মুক্তিযোদ্ধাদের স্মরণে ৩য় তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা স্মৃতি ভবন নির্মাণ করেছেন।
মুক্তিযোদ্ধা আবদুল খালেক মন্ডল বলেন, কোন স্বহৃদয়বান ব্যক্তি যদি এখানে একটি হাসপাতাল করতে চায়, তাহলে আমি জমি দান করতে প্রস্তুত আছি।
মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আব্দুল্লাহ আল সাঈফ বলেন, প্রতিমাসে একদিন শুক্রবার আমি ফ্রি রোগী দেখাসহ বিনামুল্যে ঔষধ প্রদান করবো।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা