২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হোসেনপুরে পিকআপসহ ৩ গরু চোর গ্রেফতার

কিশোরগঞ্জের হোসেনপুরে চোরাই ২ গরু বহনকারী পিকআপসহ ৩ গরু চোরকে পুলিশ গ্রেফতার করেছে - নয়া দিগন্ত

কিশোরগঞ্জের হোসেনপুরে চোরাই ২ গরু বহনকারী পিকআপসহ ৩ গরু চোরকে পুলিশ গ্রেফতার করেছে। গত সোমবার (২৪ আগস্ট) বিকেলে হোসেনপুর-কটিয়াদি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: সোনাহর আলীর নেতৃত্বে ভৌরব ফেরিঘাট এলাকা থেকে একটি পিকআপসহ ৩ গরু চোরকে ২টি চোরাই গরুসহ গ্রেফতার করে পুলিশ। তারা হলেন কটিয়াদি উপজেলার বুকপাড় গ্রামের মৃত রবিউল আলমের ছেলে মোবারক মিয়া (৩৫), পাকুন্দিয়া উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে শামছুউদ্দিন ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামের মোস্তফার ছেলে মো: শামিম মিয়া।

উদ্ধার হওয়া গরুর মালিক হোসেনপুর উপজেলার পুমদি ইউনিয়নের নান্দানিয়া গ্রামের মৃত কাছম আলীর ছেলে সৌদি ফেরত মিজানুর রহমান । তিনি খবর পেয়ে থানায় এসে নিশ্চিত হন গরু ২টি তারই। তিনি জানান, গত শনিবার (২২ আগস্ট) রাত ১২টার পর তার ঘোয়াল ঘর থেকে ২টি ষাঁড় গরু চুরি হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। গরু উদ্ধারের খবর পেয়ে এ সময় চুরি হওয়া অন্যান্য কৃষকরাও ছুটে আসেন থানায়।
তাদের মধ্যে উপজেলার নান্দানিয়া এলাকার মনিরউদ্দিনও আনুহা গ্রামের শাহজাহান জানান, তাদেরও ৩টি গরু ২ দিন আগে চুরি হলেও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এছাড়াও উপজেলার পাইকশা গ্রামের আফাজ মিয়ার ৩টি, নুরু মিয়ার ৪টি, রতন মিয়ার ২টিসহ ওই গ্রাম থেকে কমপক্ষে ২০টি গরু চুরি হলেও এখনো পাওয়া যায়নি।

হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী জানান, এ ঘটনায় উদ্ধার হওয়া গরুর মালিক মিজানুর রহমান একটি মামলা দায়ের করেছেন। এর মাধ্যমে আন্তঃজেলার গরু চোর চক্রের অন্যদেরও চিহ্নিত করে তাদেরও আইনের আওতায় আনা সম্ভব হবে।


আরো সংবাদ



premium cement
বিদেশী কম্বলের ভিড়ে কমেনি লেপ-তোষকের কদর শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র প্রস্তত আছে : পুতিন নেশন্স লিগের শেষ আটে কে কার মুখোমুখি হবে মুরাদনগরে পিঠা পুলি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা যুদ্ধ বন্ধে ট্রাম্পের সাথে বসতে চান পুতিন মাদকের টাকার জন্য মাকে হত্যা, থানায় আত্মসমর্পণ ছেলের আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ ভারতীয় অর্থনীতি-রাজনীতিতে যে প্রভাব ফেলবে বিচ্ছেদে খুশি নন সায়রা-রহমান কেউই! তবুও কেন হলো অস্ট্রেলিয়ায় আদিবাসীদের সাথে বর্ণবৈষম্য, আদানির বিরুদ্ধে অভিযোগ মণিপুরে আরো ১০ হাজার জওয়ান পাঠাচ্ছে ভারত সরকার এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি 'সহানুভূতিসম্পন্ন'

সকল