ফরিদপুরে ২১ রাউন্ড কার্তুজসহ আ’লীগ নেতা বাদশা গ্রেফতার
- ফরিদপুর সংবাদদাতা
- ২৩ আগস্ট ২০২০, ২০:৫৫
ফরিদপুরের কোতয়ালী থানা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক বাদশা মণ্ডলকে (৫০) ২১ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়েছে। রোববার ভোরের দিকে তাকে সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের আছিরউদ্দিন মণ্ডলের ডাঙ্গি গ্রাম হতে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। বাদশা মন্ডলের বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ফরিদপুরের ডিবি পুলিশের ওসি সুনিল কুমার কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাদশা মণ্ডলের অন্য সহযোগীরা পালিয়ে যায়। এসময় বাদশা মণ্ডলকে ২১ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমাণ্ড চেয়ে বিকেলে আদালতে হাজির করা হয়।
ওসি জানান, ২০০৪ সালে ঢাকার সদরঘাট এলাকার ব্যবসায়ী শামসুল হক ও তার ছেলেকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি এই বাদশা মণ্ডল। তার অপর সহযোগীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা