২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

সালথায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫

সালথায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫ -

ফরিদপুরের সালথায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থক দু’দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ২৫জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এসময় কয়েকটি বসত ঘর ভাংচুর করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ থামাতে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ওই গ্রামে গত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এর জের ধরে শনিবার দুপুর ১২টার দিকে ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওহাব মাতুব্বরের সমর্থকদের সাথে উপজেলা বিএনপির সহ-সভাপতি মুকা মাতুব্বরের সমর্থকদের সংঘর্ষ বেধে যায়। উভয়পক্ষ দেশীয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কি, ভেলা, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দফায় দফায় চলা এ সংঘর্ষে ৬/৭টি বসতঘর ভাংচুর করা হয়। এতে উভয় দলের অন্তত ২৫ জন আহত হয়। আহতদের নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্র ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এব্যাপারে ওহাব মাতুব্বর বলেন, আমার সমর্থক মো. আজিজুরের বাড়িতে বিএনপি সমর্থক ইসরাইল, কালাম, বালাম ও ইয়াছিনসহ তাদের লোকজন হামলা চালায়। হামলা প্রতিহত করতে গেলে সংঘর্ষের সৃষ্টি হয়।

উপজেলা উপজেলা বিএনপির সহ-সভাপতি মুকা মাতুব্বর অবশ্য এ ব্যাপারে কিছু জানেন না দাবি করে বলেন, এতে আমার কোন সংশ্লিষ্টতা নেই।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে উভয় পক্ষকে নিবৃত্ত করে। সংঘর্ষ ঠেকাতে যেয়ে ১৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
শেষরাতে হঠাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় হাসনাত আব্দুল্লাহ দামুড়হুদায় নব দম্পত্তির উপরে ছিনতাইকারীর হামলা, গহনা লুট মৌলিক চাহিদার অন্যতম আবাসন খাতে স্থবিরতা চরমে সিলেট সীমান্তে সোয়া কোটি টাকার পণ্য আটক বিজিবির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মধ্যরাতে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ‘২০০ ভরি’ স্বর্ণালঙ্কার ছিনতাই পাঠ্যবই মুদ্রণে সফল ৩৫ প্রতিষ্ঠানকে এনসিটিবির সংবর্ধনা অপারেশন ডেভিল হান্টে আরো ৫৮৫ জন গ্রেফতার সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ দেশের আকাশসীমায় সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট : বিমান বাহিনী রমজানে কোনো নিত্য পণ্যের দাম বাড়বে না : অর্থ উপদেষ্টা

সকল