ফরিদপুরে ককটেল বিস্ফোরণে কিশোরী আহত, বোমা উদ্ধার
- ফরিদপুর সংবাদদাতা
- ১৩ আগস্ট ২০২০, ২২:১৭, আপডেট: ১৩ আগস্ট ২০২০, ২২:১৭
ফরিদপুরে ককটেল বিস্ফোরণে এক কিশোরী আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের পাটপাশা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, পাটপাশা বাজারের দক্ষিণপাশে একটি মেহগনি গাছের বাগানে ওই এলাকার বাসিন্দা অটোচালক মো. আফজল হোসেনের কিশোরী মেয়ে মীম (১৫) ছাগল বেধে রাখে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই কিশোরী ছাগল আনতে গিয়ে তিনিটি বোমাসদৃশ্য বস্তু দেখতে পায়। কিশোরী কৌতুহল বশত একটি বোমাসদৃশ্য বস্তু হাতে নিয়ে একটি মেহগনি গাছে ছুড়ে মারে। বোমাটি গাছে লেগে প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। এতে ওই কিশোরীর হাত ঝলসে যায়।
আলীয়াবাদ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুক বলেন, এ খবর শোনার পর ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলমকে তৎক্ষণাৎ বিষয়টি জানানো হয়। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ঘটনাস্থল থেকে দুটি তাজা ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। কারা এ ঘটনার সাথে জড়িত কিংবা কোন উদ্দেশ্য এর পিছনে কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।