রাজবাড়ীতে ২০ সাংবাদিক পেলেন প্রধানমন্ত্রীর সহায়তার চেক
- বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা
- ১০ আগস্ট ২০২০, ১৬:১৮
করোনাকালীন দুর্যোগ পরিস্থিতিতে রাজবাড়ী জেলায় কর্তব্যরত বিভিন্ন গণমাধ্যমের ২০ জন সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক ১০ হাজার টাকার সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২ টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। রাজবাড়ী প্রেসকাবের সহযোগিতায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে আর্থিক সহায়তার এ চেক বিতরণ করা হয়। রাজবাড়ী প্রেসকাবের সভাপতি ও দৈনিক রাজবাড়ী কন্ঠ পত্রিকার সম্পাদক খান মো: জহুরুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিনের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার মো: মিজানুর রহমান।
এ সময় আর্থিক সহায়তা পাওয়া বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এম দেলোয়ার হোসেন, দৈনিক সংবাদ/বাংলাভিশন টিভি; মোশারফ হোসেন, ডেইলি অবজারবার, এম মনিরুজ্জামান, আরটিভি/দৈনিক নয়াদিগন্ত; কাজী আব্দুল কুদ্দুস, দৈনিক বাংলাদেশের খবর, মোহাম্মদ মতিউর রহমান, দৈনিক যায়যায়দিন, আবুল কালাম, দৈনিক সোনালী বার্তা, জাহাঙ্গীর হোসেন, দৈনিক কালেরকণ্ঠ/একুশে টিভি, মুহাম্মদ শহীদুল ইসলাম, দৈনিক মানবজমিন, মুহাম্মদ সাজিদ হোসেন, এসএটিভি, লিটন চক্রবর্তী, এটিএন বাংলা/দৈনিক ভোরের কাগজ, মোহাম্মদ ইউসুফ, মোহনা টিভি, মো: রফিকুল ইসলাম, দৈনিক আমাদের সময়, মুহাম্মদ হেলাল মাহমুদ, দৈনিক যুগান্তর, মো: মাহফুজুর রহমান, দৈনিক ইত্তেফাক, দেবাশীষ বিশ্বাস, ডিবিসি টিভি, মো: মেহেদী হাসান, ৭১টিভি/দৈনিক বণিক বার্তা, ইমরান হোসেন মনিম, মাছরাঙা টিভি, কাজী আনোয়ারুল ইসলাম, দৈনিক নবচেতনা, রবিউল ইসলাম খন্দকার, দৈনিক প্রতিদিনের সংবাদ, মো: রুবেলুর রহমান, জাগো নিউজ২৪/বৈশাখী টিভি অনুদান পান। তবে পাংশা, বালিয়াকান্দি, কালুখালী ও গোয়ালন্দ উপজেলার কোন সাংবাদিক এর আওতায় আসেনি।