আড়াইহাজারে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
- আড়াইহাজার (নারায়ণগঞ্জ)সংবাদদাতা
- ০৯ আগস্ট ২০২০, ১৯:১৭
নারায়ণগঞ্জের আড়াইহাজারে হোসনেয়ারা (২৬) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ তার শোবার ঘর থেকে শনিবার রাতে উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী হৃদয় হোসেন পলাতক রয়েছেন।
আড়াইহাজার থানা পুলিশের উপপরিদর্শক (এস আই) রিয়াদ জানান, উপজেলার কাইমপুর গ্রামের হৃদয় হোসেনের ২য় স্ত্রী হলেন নিহত হোসনেয়ারা। তার পিতার বাড়ী কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরের কোনাপাড়ায়। মাত্র এক মাস আগে হৃদয় হোসেনেয়ারার সঙ্গে তার বিয়ে হলে তারা উপজেলার তিন গাঁও গ্রামে যুবরাজ আঃ রাজ্জাক নামে এক ব্যাক্তির বাসায় ভাড়া থাকতেন। পারিবারিক কলহের জের ধরে হোসনেয়ারারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ রোববার দুপুরে লাশ উ্দ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠায়।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে আত্মহত্যা মনে হলেও ময়না তদন্তের পর বিস্তারিত ভাবে জানা যাবে।