ধামরাইয়ে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
- ধামরাই (ঢাকা) সংবাদদাতা
- ০৩ আগস্ট ২০২০, ১২:১২
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পল্লী বিদ্যুতের রিডারম্যানসহ পিকআপ ভ্যানের আরোহী ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
আজ সোমবার ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত একজনের নাম জানা গেলেও অপর দুইজনের নাম জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী ফালগুনী পরিবহনের একটি বাস বাথুলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই পল্লী বিদ্যুতের রিডারম্যান আনোয়ারসহ তিনজন নিহত হন। এঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনির হোসেন জানান, ঘাতক বাস আটক করা হয়েছে তবে চালকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা