২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সোনারগাঁওয়ে চামড়ার কোনো চাহিদা নেই, ১০ টাকায় ছাগল ও ২শ’ টাকায় গরুর চামড়া বিক্রি

সোনারগাঁওয়ে ১০ টাকায় ছাগল ও ২শ’ টাকায় গরুর চামড়া বিক্রি - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁও ১০-২০ টাকা দরে প্রতিটি ছাগলের চামড়া ও ২০০ টাকা দরে গরুর চামড়া বিক্রি হয়েছে। ঈদের দিন ও ঈদের পরের দিন রোববার এ দরে কোরবানির গরু ও ছাগলের চামড়া গ্রামে গ্রামে ঘুরে কিনতে দেখা যায় ফড়িয়াদের।

সোনারগাঁও  পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের বসু বিশ্বাস জানান, চাহিদা না থাকায় ছাগলের প্রতিটি চামড়া ১০-২০ টাকা দরে কিনেছি। এ দামে চামড়া কিনে স্থানীয় আড়তে বিক্রি করব। পরিবহন খরচ বাদ দিয়ে একটি ছাগলের চামড়ায় দুই টাকা লাভের আশা তাদের। এছাড়া প্রতিটি গরুর চামড়া কিনেছি ২শ’ টাকা দরে। একটি গরুর চামড়ায় সর্বোচ্চ ৫০ টাকা লাভ হতে পারে।

তিনি আরো জানান, গত বছর ব্যবসায় অনেক লোকসান হয়েছে। সেজন্য এবার অনেক চিন্তা করে চামড়া কিনলাম। বাজার খারাপ হলে এগুলো লবন দিয়ে প্রসেস করে বিক্রি করব।

জানা গেছে, সোনারগাঁওয়ে মোগরাপাড়ার কাবিলগঞ্জ, বৈদ্যেরবাজার, পৌরসভার কৃষ্ণপুরা ও বারদী এলাকায় উপজেলার সকল চামড়া কিনে সেখানে রাখা হয়। সেজন্য তারা বিভিন্ন মাদ্রাসা ও ফড়িয়াদের কাছ থেকে পাইকারী দরে চামড়া ক্রয় করে থাকেন। চামড়ার আকার বুঝে তারা দাম নির্ধারণ করেন। সেগুলো শ্রমিক ও গাড়ীর দিয়ে নির্দিষ্ট স্থানে এনে জমা রাখা হয়। পরে চাহিদা অনুযায়ী ট্যানারি মালিকেদের কাছে বিক্রি করে দেয়া দেন।

পৌরসভার ইছাপাড়া গ্রামের লিটন মিয়া জানান, চামড়ার কোনো চাহিদা নেই। কোরবানির পশুর চামড়া কেউ কিনতে চায় না। অবশেষে স্থানীয় মাদ্রাসায় বিনামুল্যে বিতরণ করে দিয়েছি। আমার মতো আরো অনেকে এই কাজটি করেছেন।


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল