ঘিওরে বিট পুলিশিং কার্যক্রম শুরু
- ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
- ২১ জুন ২০২০, ১২:০৪, আপডেট: ২১ জুন ২০২০, ১১:৫৫
মানিকগঞ্জের ঘিওর থানা পুলিশের বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। গতকাল দুপুরে ঘিওর ইউনিয়ন পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিট পুলিশিং এর অফিস কক্ষ উদ্বোধন করেন ঘিওর থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম।
মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীমের প্রত্যক্ষ দিকনির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানার সার্বিক সহযোগিতায় ঘিওর উপজেলার ৭টি ইউনিয়নে পর্যায়ক্রমে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে।
বিট পুলিশিং এর কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে ঘিওর থানা ওসি আশরাফুল আলম বলেন, ‘মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার’ এ প্রতিপাদ্য নিয়ে আজ আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সেবা দেয়ার জন্য উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম শুরু করলাম।
ঘিওর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল বলেন, বিট পুলিশিং কার্যক্রম শুরু হওয়ায় সাধারণ জনগণ খুব সহজেই পুলিশি সেবা পাচ্ছেন। গ্রাম্য আদালত পরিচালনা করার ক্ষেত্রে অনেক জটিলতা থাকে, কিন্তু বিট পুলিশিং কার্যক্রম থাকার ফলে সেসব জটিলতা খুব সহজেই নিরসন হবে।
এসময় উপস্থিত ছিলেন, ওসি তদন্ত মোহাব্বত খান, এসআই আব্দুস ছালাম, এসআই রবিউল ইসলাম, ঘিওর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদ বেপারী, উপজেলা আওয়ামী লীগ নেতা তারা বেপারী, ইউপি সদস্য নূরুল ইসলাম, মো: লাভলু বেপারী, আব্দুল জব্বার, আব্দুর রহিম কাজী প্রমুখ।
এসয় উপস্থিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ মানুষজনের উদ্দেশ্যে ঘিওর থানার ওসি আশরাফুল আলম বলেন, পুলিশ জনগণের বন্ধু। আপনারা পুলিশকে ভয় পাবেন না। পুলিশ সার্ভিস বন্ধু হিসেবে আপনাদের পাশে থাকবে। আপনাদের অভিযোগ বিট পুলিশিং অফিসে এসে জানাবেন। পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।
অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানা জানান, এর আগে কমিউনিটি পুলিশিং সেবা চালু হয়েছে। আজ থেকে ঘিওর উপজেলার ৭টি ইউনিয়নে বিট পুলিশিং সেবা চালু হল। এখন এ এলাকার মানুষকে পুলিশি সেবা পেতে কষ্ট করে থানায় যেতে হবে না। যার যার ইউনিয়নেই বিট পুলিশ সেবা পাবেন। এলাকাবাসী তাদের অভিযোগ বিট পুলিশ অফিসে করতে পারবে। এতে পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে।