সবজির আড়ালে গাঁজা চাষ, গৃহকত্রী গ্রেফতার
- ফরিদপুর সংবাদদাতা
- ১১ জুন ২০২০, ১৭:৫৯, আপডেট: ১১ জুন ২০২০, ১৮:০২
ফরিদপুরের সালথায় গাঁজার গাছ ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রাম ও দর্জা পুরুরা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আনুমাণিক ১০ টার দিকে ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামে নুরু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তার বসত ঘরের পাশে সবজি বাগান থেকে ৫টি গাঁজার গাছ উদ্ধার করে। গাছগুলো আকাড়ে ৭ থেকে ৮ ফুট লম্বা হয়েছিলো। গাঁজার গাছ রোপন ও পরিচর্যার দায়ে নুরু মিয়ার স্ত্রী মরিয়ম বেগমকে (৫০) গ্রেপ্তার করা হয়।
ওই দিন রাত ৯ টার দিকে পুলিশের আরেকটি দল একই ইউনিয়নের দর্জা পুরুরা গ্রামে অভিযান চালিয়ে ৪৫ গ্রাম গাঁজাসহ বাবু মোল্লাকে (২৫) আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা