নরসিংদীতে পিসিআর ল্যাবের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ জুন ২০২০, ১৯:৫১, আপডেট: ০৭ জুন ২০২০, ১৯:৪৮
নরসিংদীতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ও নরসিংদীবাসীর দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী পিসিআর ল্যাব স্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
রোববার দুপুরে নরসিংদী জেলা হাসপাতালে এই স্থান পরিদর্শন করেন।
এসময় অবকাঠামোগত ও কারিগরি টিমের সাথে পিসিআর ল্যাব স্থাপন ও পরিচালনা করার বিষয়ে আলোচনা করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা ।
তিনি জানান, করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী মাধবদী পৌর এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এছাড়া ঘোষণার পূর্ব মুহূর্তের প্রক্রিয়া চলমান।
নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন, নরসিংদী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান ও নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক কর্মকর্তা এএনএম ডা. মিজানুর রহমান এসময় উপস্থিত ছিলেন।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা