২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

কুমিল্লায় ক্রেন চাপায় শ্রমিক নিহত

-

কুমিল্লায় পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারি প্রতিষ্ঠানের ক্রেনের চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন।

মঙ্গলবার সকালে সদর দক্ষিণ উপজেলার মোহনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হেদায়েতুল্লাহ ওই উপজেলার ছনগাঁও গ্রামের আবদুল লতিফের ছেলে।

এ ঘটনায় ক্রেন চালক নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

আহত শ্রমিকরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর ঠিকাদারি প্রতিষ্ঠান ফাহিম কনস্ট্রাকশনের ক্রেনে করে তারা কাজে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ক্রেনটি একটি পুকুরে পড়ে যায়। এ সময় হেদায়েতুল্লাহ ক্রেনের নিচে চাপা পড়েন।

খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ক্রেনটি উদ্ধার এবং আহত শ্রমিকদের নগরীর বিভিন্ন হাসপাতালে পাঠায়।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement