নবাবগঞ্জে নতুন করে ৯০ জনের করোনা শনাক্ত
- দোহার (ঢাকা) সংবাদদাতা
- ৩১ মে ২০২০, ০৯:৫২, আপডেট: ৩১ মে ২০২০, ০৯:৪০
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে ৯০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ১৯৫ জনের নমুনা পরীক্ষা করে তাদের এ সংক্রমণের কথা জানা যায়। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫২ জনে।
ফল বিশ্লেষণে দেখা যায়, আক্রান্তদের অধিকাংশই উপজেলার বাগমারা বাজারের বিভিন্ন শপিংমলের বিপণন কর্মী ও বান্দুরা মাছের আড়তের মাছ বিক্রেতা।
উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, গত ৩ দিনের ১৯৫ জনের সংগৃহীত নমুনা থেকে শনিবার রাতে নতুন ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা উপজেলার বিভিন্ন এলাকার হলেও বান্দুরা মাছের আড়তের ও বাগমারা বাজারের ইকরা শপিংমল ও বাটা শোরুমের বিপণন কর্মীসহ আরো একাধিক প্রতিষ্ঠানের বিপণন কর্মী রয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা