২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বালিয়াকান্দিতে অষ্টম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

-

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে (১৪) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উটেছে। বুধবার এ ব্যাপারে থানায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বালিয়াকান্দি থানার এস,আই আসাদুজ্জামান রিপন বলেন, মঙ্গলবার বিকেলে কালুখালী উপজেলার মৃগী এলাকায় বাবার বাড়ি থেকে অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী নানাবাড়ি বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে তাকে জোরপূর্বক ভ্যান যোগে তিনজন তুলে নিয়ে যান। ইসলামপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের এক পুকুর চালায় নিয়ে ওই ছাত্রীকে দুই সহযোগীর সহযোগিতায় একজন ধর্ষণ করেন। রাত ১০টার দিকে থানা পুলিশ পুকুর চালা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। রাতেই বালিয়াকান্দি থানায় ওই ছাত্রীর মা ধর্ষণ মামলা করেন। বৃহস্পতিবার ওই ছাত্রীকে মেডিক্যাল পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হবে। আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।


আরো সংবাদ



premium cement