বালিয়াকান্দিতে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ ডাকাত সর্দার গ্রেফতার
- বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা
- ২৭ মে ২০২০, ১৮:২২, আপডেট: ২৭ মে ২০২০, ১৮:২৯
রাজবাড়ীর বালিয়াকান্দিতে শমসের মোল্লা নামে এক আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি, একটি রামদা, ১০ বোতল ফেন্সিডিল ও দুই লিটার মদ উদ্ধার করা হয়।
ডাকাত সর্দার শমসের মোল্লা বালিয়াকান্দি উপজেলার বার মল্লিকা এলাকার সেকেন মোল্লার ছেলে। বুধবার ভোর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৮।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বসত বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।
এ ব্যপারে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শমসের মোল্লার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা