২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

নাগরপুরে লটারির মাধ্যমে বোরো ধান ক্রয় শুরু

নাগরপুরে লটারির মাধ্যমে বোরো ধান ক্রয় শুরু - ছবি : নয়া দিগন্ত

টাঙ্গাইলের নাগরপুরে চলতি বোরো মৌসুমে সরকারি ন্যায্য মূল্যে লটারির মাধ্যমে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ধান সংগ্রহ শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে নিজ কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এ লটারি অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি বিভাগ জানায়, এ বছর উপজেলায় ১৬ হাজার ৬৮ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রান্তিক কৃষক ৫০ ভাগ, মাঝারি কৃষক ৩০ ভাগ ও বড় কৃষক ২০ ভাগ নির্ধারণ করা হয়েছে। উপজেলার ১২টি ইউনিয়নে কৃষকদের কাছ থেকে এ ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা ২৭৪১ মেট্রিক টন ধরা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তালিকাভুক্ত ৩ হাজার ৩০০ জনের মধ্য থেকে ১ হাজার ৮০০ জন কৃষক লটারির মাধ্যমে বাছাই করা হয়েছে। বাছাইকৃত কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ২৬ টাকা দরে সরকারি খাদ্যগুদামে জনপ্রতি এক টন করে ধান ক্রয় করবে সরকার। প্রত্যেক কৃষক নিজে ধান দিবেন তবে নিজের কার্ড অন্যের কাছে বিক্রি করতে পারবেন না। কার্ড হস্তান্তর বা বিক্রির তথ্য পাওয়া গেলে স্থায়ীভাবে তার কার্ড বাতিল করা হবে।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান মো: হুমায়ুন কবীর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেন শাকিল, খাদ্য নিয়ন্ত্রক আইয়ুব রায়হান ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, ভারড়া ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement