২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত - ছবি : নয়া দিগন্ত

টাঙ্গাইলের সখীপু‌রে সড়ক দুর্ঘটনায় বিএলএস চাষী উচ্চ বিদ্যাল‌য়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক (ধর্মীয়) রেজাউল ইসলাম (৫০) নিহত হ‌য়ে‌ছেন। মঙ্গলবার সকাল সা‌ড়ে ১০টায় ঢাকা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়ার প‌থে তি‌নি মারা যান।

তি‌নি উপ‌জেলার শোলা প্র‌তিমা গ্রা‌মের মৃত আবদুল জ‌লি‌লের ছে‌লে এবং বোয়া‌লী বাজা‌রের মাস্টার ফা‌র্মে‌সীর সত্ত্বা‌ধিকারী। তি‌নি বোয়ালী বিএলএস চাষী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক প‌দে কর্মরত ছি‌লেন।

জানা যায়, মঙ্গলবার সকাল সা‌ড়ে ৮টার দি‌কে রেজাউল ইসলাম বাইসাই‌কেল নিয়ে বোয়া‌লী বাজা‌রে রাস্তা পার হওয়ার সময় এক‌টি প্রাই‌ভেটকার চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার ক‌রে প্রথ‌মে সখীপুর উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নিয়ে যায়। প‌রে ঢাকা মে‌ডিক্যা‌লে নেওয়ার প‌থে সকাল সা‌ড়ে দশটায় তি‌নি মারা যান।

সখীপুর থানার ওসি (তদন্ত) লুৎফুল কবির উদয় বলেন, ঘাতক প্রাইভেট কার ও চালককে আটক করা হয়েছে।


আরো সংবাদ



premium cement