১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আল্লাহর গজব থেকে রক্ষা পেতে হলে কৃতকর্মের জন্য তওবা করতে হবে : হাসান সরকার

আল্লাহর গজব থেকে রক্ষা পেতে হলে কৃতকর্মের জন্য তওবা করতে হবে : হাসান সরকার - ছবি : নয়া দিগন্ত

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, এখনো তওবার সময় শেষ হয়ে যায় নাই। আল্লাহর গজব থেকে রক্ষা পেতে হলে চলুন আমরা প্রত্যেকের কৃতকর্মের জন্য তওবা করি। মহান আল্লাহ যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতেন না, আমাদের সেই প্রিয় নবীজি (স.) নিজেই প্রতিনিয়ত তওবা করতেন। আমাদের কৃতকর্মের দিকে তাকালে লজ্জা হয়। মহান আল্লাহ যদি আমাদের তওবা কবুল না করেন তাহলে আমাদের কোনো রক্ষা নেই। আমরা যা করছি এবং যা করার জন্য ভাবছি সবই আল্লাহ পাক জানেন। দুই কাঁদে দুই ফেরেস্তা আমাদের আমলনামা সার্বক্ষনিক রেকর্ড করছেন। পৃথিবীর কেউ আমাদের কোন গোপন কর্মকাণ্ড না দেখলেও দুই ফেরেশতা ঠিকই রেকর্ড করছেন। প্রত্যেকটি কৃতকর্মের জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে স্থানীয় গাছা এলাকায় লকডাউনে কর্মহীন মানুষের মাঝে গাজীপুর মহানগর বিএনপির ধারাবাহিক খাদ্য উপহার সামগ্রী বিতরণ কর্মসূচীর প্রধান অতিথির বক্তৃতায় রোববার তিনি এসব কথা বলেন।

গাছা থানা বিএনপি স্থানীয় ৩৫ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচীর আয়োজন করে। এতে বিশেষ অতিথির বক্তৃতায় গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন বলেন, হামলা-মামলায় জর্জরিত বিএনপি নেতাকর্মীরা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছেন। এর পরও দেশের এ ক্রান্তিলগ্নে বিবেকের তাড়নায় আমরা বসে থাকতে পারি না। নিজেদের সামর্থ অনুযায়ী আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। যতদিন পর্যন্ত লকডাউন চলবে ততদিন পর্যন্ত গাজীপুর মহানগরির ৫৭টি ওয়ার্ডেই আমাদের এ কার্যক্রম চলবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বসির উদ্দিন, গাছা থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান, মোশারফ হোসেন ভূইয়া, নজরুল ইসলাম মোড়ল, ইউসুফ সরকার, সোলেমান সরকার, আবুল হাসেম, প্রমুখ।


আরো সংবাদ



premium cement
‘জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের ওপর টার্গেট কিলিং চালাচ্ছে আ’লীগ’ ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা নতুন করে তদন্তের অভিমত হাইকোর্টের হামজা চৌধুরী এখন বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার বিএনপির আ.লীগের নির্বাচন নিয়ে বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধীদের চলতি বছর পোল্ট্রি ব্রিডার শিল্পে ক্ষতি ৭৫০ কোটি টাকা কর ছাড় নিয়ে আদানির শর্ত লঙ্ঘন, চুক্তি পর্যালোচনা করতে চায় বাংলাদেশ হজ প্যাকেজের বাকি টাকা ১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে দেশ গঠনে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে : তারেক রহমান পুতিন যেকোনো সময় ট্রাম্পের সাথে দেখা করতে প্রস্তুত নারায়ণগঞ্জে গাড়ি চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

সকল