ছেলের দুর্ব্যবহারে বাবার আত্মহত্যা
- মানিকগঞ্জ সংবাদদাতা
- ০২ মে ২০২০, ১৫:০৪
মানিকগঞ্জের সিংগাইরে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শেখ আব্দুল (৬২) সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের মুন্সিনগর গ্রামের মৃত জজ আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মতিয়ার রহমান জানান, বাড়ির পাশের একটি গাছের সাথে ওড়না পেঁচিয়ে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানানো হয়েছে। এ ঘটনা পুলিশকেও জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল কাদের (২৮) নামে শেখ আব্দুলের এক ছেলে আছে। তিনি প্রায় ১৮ বছর আগে দুর্ঘটনায় একটি পা হারান। ওই ছেলে মাদকসেবন ও বিক্রির সাথে জড়িত। গত শুক্রবার রাতে তিনি তার বাবাকে মারধোর করেন। ছেলের এমন দূর্ব্যবহারে তার পিতা আত্মহত্যা করতে পারে বলে এলাকাবাসীরা মনে করছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা