২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

মাদারীপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার

মাদারীপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার - নয়া দিগন্ত

মাদারীপুরে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা ১২টার দিকে সদর উপজেলার শকুনি লেকপাড় এলাকার শহীদ কানন চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই ভুয়া ম্যাজিস্ট্রেটের নাম সাইফুল ইসলাম সেতু (২৭)। তিনি সদর উপজেলার বাদামতলা এলাকার মক্কা স্টিল মালিক শেখ মিজানুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সাইফুল সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। তিনি জেলার বিভিন্ন এলাকায় গিয়ে কখনো ম্যাজিস্ট্রিট, কখনো পুলিশ আবার কখনো র‌্যাব পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করতো। সে বেশির ভাগ সময় ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন দোকানীকে সাজা দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিতো। শনিবার বেলা ১১টার দিকে শহরের লেকপাড় এলাকা তিনটি মুদি দোকানে গিয়ে ম্যাজিস্ট্রেট পরিচয় দেয় সাইফুল। প্রথমে লিয়াকত আলীর মুদি দোকানে গিয়ে তার দোকান খোলা রাখার অভিযোগ এনে ওই ভুয়া ম্যাজিস্ট্রেট ৩৫ হাজার টাকা জরিমানা ধার্য করেন। এরপর পাশের রুবেল ব্যাপারীর দোকানে গিয়ে ২৫ হাজার টাকা ও সামীম ব্যাপারীর দোকানে গিয়েও ২৫ হাজার টাকা জরিমানা ধার্য করে। পরে দোকানীরা জরিমানার টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে সাইফুল দোকানীদের কাছে পণ্য চান। এরপরেই প্রতারণার বিষয়টি বুঝতে পেরে দোকানীরা সাইফুলকে আটকাতে চেষ্টা করলে সাইফুল কৌশলে পালিয়ে যায়। পরে জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী উপ-পরিদর্শক গোলাম মওলা শহীদ কানন চত্বর থেকে প্রতারক সাইফুলকে আটক করে।

জানতে চাইলে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বদরুল আলম মোল্লা বলেন, ডিএসবি পুলিশ ওই প্রতারককে আটক করে থানায় হস্তান্তর করে। আমরা জানতে পেরেছি, ওই প্রতারক কখনো ম্যাজিস্ট্রিট, কখনো পুলিশ আবার কখনো র‌্যাব পরিচয়ে চলাচল করতো। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিতো। তার বিরুদ্ধে সদর থানায় এক ব্যবসায়ী বাদী হয়ে মামলা প্রস্তুত করেছেন।


আরো সংবাদ



premium cement
স্বেচ্ছাসেবক দল জার্মানি পশ্চিম শাখার আহ্বায়ক মাহমুদুল, সদস্য সচিব রেদোয়ানুল চকরিয়ায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মহিলা নিহত উজিরপুরে সাংবাদিককে আসামি করে বিস্ফোরক মামলা দায়ের দারিদ্র বিমোচনে যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা কায়েম করতে হবে : আব্দুর রহমান মূসা ইউএসএইডের অধিকাংশ কর্মীকে ছুটিতে পাঠাল ট্রাম্প প্রশাসন সাবেক আইজিপিসহ পুলিশের ১০৩ কর্মকর্তার পদক প্রত্যাহার বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের সম্প্রচারে বাধা নেই ইউক্রেনকে মার্কিন সাহায্য ঋণ নয়, অনুদান হিসেবে দেয়া হয়েছে : জেলেনস্কি পুঁজিবাজারের প্রথম ঘণ্টায় ঢাকায় উত্থান, চট্টগ্রামে পতন গাজীপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত ভালুকায় প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

সকল