২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

সোনাতলায় ট্রলি চাপায় স্কুল ছাত্র নিহত

সোনাতলায় ট্রলি চাপায় স্কুল ছাত্র নিহত - সংগৃহীত

বগুড়ার সোনাতলায় বালু বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে এক স্কুল ছাত্র মারা গেছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় রাধাকান্তপুর এলাকায় বেড়াতে গেলে বালু বোঝাই একটি ট্রলি পিছন থেকে এসে স্কুল ছাত্র শামীম রাব্বীকে (১২) চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়।

নিহত শামীম বগুড়ার সোনাতলা উপজেলার পশ্চিম তেকানী গ্রামের জনৈক অজিবর রহমানের ছেলে ও পার্শ্ববর্তী হরিখালী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। বালু বোঝাই ওই ট্রলিটি সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের আমতলী এলাকার জনৈক বালু ব্যবসায়ী এমদাদুল হকের। তিনি দীর্ঘদিন যাবত যমুনা নদী থেকে শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছেন।

বগুড়ার সোনাতলা উপজেলার হরিখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাসুদ জানান, শামীম রাব্বী তার বিদ্যালয়ের ৭ম শ্রেণীর একজন মেধাবী ছাত্র। ওই স্কুল ছাত্রের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


আরো সংবাদ



premium cement