মুন্সীগঞ্জে আরো ৬ জন করোনায় আক্রান্ত
- মুন্সীগঞ্জ সংবাদদতা
- ২২ এপ্রিল ২০২০, ১২:৪৩, আপডেট: ২২ এপ্রিল ২০২০, ১৩:৩১
মুন্সীগঞ্জে নতুন করে আরো ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নারী রয়েছেন দু’জন। জেলায় মোট করোনা শনাক্ত হলো ৫৭। নতুন শনাক্তের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় চারজন এবং শ্রীনগর উপজেলায় দু’জন। সদর উপজেলার তিনজনই সিপাহিপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির।
সোমবার পাঠানো ৫০ জনের ননুনার মধ্যে ৩২ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ২৬ জনের রিপোর্ট নেগেটিভ হয়।
এ পর্যন্ত ৪৫৪ জনের সোয়াব পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৩৫৫ জনের রিপোর্ট এসেছে। এখনও সোমবারের ১৮ ও মঙ্গলবারের ৩৩- এই ৫১ জনের রিপোর্ট পেন্ডিং আছে। আর বুধবারের পাঠানো ৪৮ জনের মিলে ৯৯ জনের নমুনা আছে আইইডিসিআরে।
মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ সাংবাদিকদের বুধবার এই তথ্য নিশ্চিত করে জানান, রোববার পাঠানো ৭০ জনের সোয়াব পরীক্ষার আটজন পজেটিভ এসেছে। রোববারের পুরো রিপোর্ট চলে আসলেও সোমবারের ১৮টি এবং মঙ্গলবারের পুরো ৩৩ জনের রিপোর্ট পেন্ডিং আছে। আইইডিসিআরে এখন পরীক্ষার চাপ বেড়ে যাওয়ায় রিপোর্ট পাঠাতে বিলম্ব করছে। মোট শনাক্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১৪ জন, গজারিয়ায় আটজন, টঙ্গীবাড়িতে ১০ জন, সিরাজদিখানে ১১ জন, শ্রীনগরে সাতজন এবং লৌহজং উপজেলায় পাঁচজন রয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা