কুমিল্লায় স্বাস্থ্য কর্মকর্তার গাড়ি চালকসহ ৩ জন করোনায় আক্রান্ত
- হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা
- ১৯ এপ্রিল ২০২০, ১৫:৩৪
কুমিল্লার বুড়িচংয়ে স্বাস্থ্য কর্মকর্তার গাড়ি চালকসহ তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন দাউদকান্দি উপজেলার। এ নিয়ে জেলায় ৩৫ জন করোনায় আক্রান্ত হলেন। রোববার বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লার সিভিল সার্জন কার্যালয়।
রোববার দুপুরে বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু জানান, তার গাড়ির চালক (২৫), পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের এক কিশোরী (১০) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই পর্যন্ত এই উপজেলার ৬৮ জনের নমুনা সংগ্রহ করার পর পরীক্ষায় পজিটিভ এসেছে চারজন শিশু, দু’জন নারী ও একজন পুরুষের।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহীনুর আলম সুমন জানান, উপজেলার পাঁচ গাছিয়া ইউনিয়নের চিরার চর গ্রামে নারায়ণগঞ্জ থেকে আসা এক গার্মেন্টস কর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবার তার স্ত্রী (৩৪) আক্রান্ত হলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা