আল্লামা জুবায়ের আনসারীর ইন্তেকাল
- নিজস্ব প্রতিবেদক ও ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
- ১৭ এপ্রিল ২০২০, ২০:১২, আপডেট: ১৭ এপ্রিল ২০২০, ২০:২৭
প্রখ্যাত মুফাসসিরে কোরআন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর আল্লামা জুবায়ের আহমদ আনসারী (৫৬) গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা ২০মিনিটে ব্রাহ্মণবাড়ীয়ায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভূগছিলেন। মৃত্যুকালে ৩ ছেলে ৪ মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।
দীর্ঘ তিন যুগের বেশি সময় ধরে তিনি দেশ-বিদেশে ওয়াজ করেছেন। আকর্ষণীয় কোরআন তেলাওয়াত ও চমৎকার কোরআনের তাফসিরের জন্য তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। জামিয়া রাহমানিয়া বেড়তলা, সরাইল মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপালের দায়িত্বে ছিলেন তিনি। আজ শনিবার সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
আল্লামা জুবায়েরের ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আলামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ‘রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশ’ এর সভাপতি মাওলানা আবদুল বাসেত খান সিরাজী ও মহাসচিব হাফেজ মাওলানা হাসান জামিল, রাবেতাতুল উম্মাহ বাংলাদেশের সভাপতি মাওলানা এনামুল হক মুসা ও সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল গভীর শোক প্রকাশ করেছেন।