২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নাগরপুরে আরো একজনের করোনা শনাক্ত, ৩০ বাড়ি লকডাউন

-

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় নতুন করে আরো একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় উপজেলার ১৩ জনের নমুনা পরীক্ষার পর এক যুবকের শরীরে করোনা শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

করোনা আক্রান্ত যুবক উপজেলার সদর ইউনিয়নের পানান গ্রামের বাসিন্দা।

ওই যুবকের তার নিজ বাড়িসহ আশপাশের ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

এ নিয়ে উপজেলায় দুইজনের শরীরে করোনা শনাক্ত হলো।

জানা যায়, ওই করোনা আক্রান্ত যুবক ঢাকায় থেকে প্রায় এক সপ্তাহ আগে গ্রামের নিজ বাড়িতে আসেন। এরই মাঝে প্রথম রোগী করোনা শনাক্ত হওয়ায় তার সহযোগী হিসেবে ওই যুবকেরও নমুনা সংগ্রহ করে কোভিড-১৯ পরীক্ষার জন্য পাঠানো হয়। তারা দুজনই ঢাকার বাবু বাজারের বাদামতলীতে ফলের দোকানে কাজ করতেন।

এ নিয়ে উপজেলায় এখন করোনা আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রোকনুজ্জামান খান নয়া দিগন্তকে জানান, প্রথম করোনা আক্রান্ত রোগীর শরীরে জীবাণু শনাক্ত হওয়ার পর তার সংস্পর্শে আসা এমন নতুন করে ১৩ জনের নমুনা সংগ্রহ করে কোভিড-১৯ পরীক্ষার জন্য পাঠালে ওই যুবকের রেজাল্ট পজেটিভ এসেছে। তার নিজ বাড়িসহ আশপাশের ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে। করোনা আক্রান্ত যুবককে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের আইসোলেশনে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হচ্ছে। যদি আইসোলেশন ইউনিটটি একটিভ না হয় তাহলে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসোলেশনে পাঠানো হবে।।

তিনি আরো বলেন, উপজেলায় করোনার মোকাবিলার বিষয়ে মানুষদের আরো সতর্ক ও সরকারি নির্দেশ মোতাবেক ঘরে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে এবং বিভিন্ন এলাকা থেকে উপজেলায় যারা আসছে তাদের জন্য বিশেষ নজরদারি চলছে।


আরো সংবাদ



premium cement
সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ৬৫.৯ ভাগ মানুষ সোনার দেশ- এটিই হবে ভবিষ্যতের বাংলাদেশ জুলাই বিপ্লবে আহত বাবুকে নেয়া হচ্ছে থাইল্যান্ড সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া! প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা

সকল