নাগরপুরে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত
- মোঃ হুমায়ূন কবীর, নাগরপুর (টাঙ্গাইল)
- ১৩ এপ্রিল ২০২০, ০৭:৫১, আপডেট: ১৩ এপ্রিল ২০২০, ০৮:৫১
টাঙ্গাইলের নাগরপুরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক যুবক। তিনি তিন দিন আগে ঢাকা থেকে নিজ বাড়িতে উপজেলার ভাদ্রা ইউনিয়নে খাগড়িয়া গ্রামে এসে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। ওই অবস্থায় তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠালে শনাক্তকরণ পরীক্ষায় ওই যুবকের শরীরে করোনাভাইরাস পজেটিভ বলে উপজেলা সূত্রে জানায় যায়। এই উপজেলায় তিনিই প্রথম করোনাভাইরাস রোগী।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রোকনুজ্জামান খান নয়া দিগন্তকে বলেন, ওই রোগীর বয়স ২০ বছর। তিনি তিন-চার দিন আগে ঢাকা থেকে আসার পর থেকেই হোম কোয়ারেন্টাইনেই ছিলেন। এ পর্যন্ত ১৭ জনের নমুনা সংগ্রহ করে তার কোভিড-১৯ পরিক্ষায় ওই যুবকের করোনা ভাইরাস পজেটিভ এসেছে।
তাকে সোমবারই ময়মনসিংহ হাসপাতালের আইসোলেশনে রাখার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং তার আশপাশের ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে।-স্বজন ছাড়াও অন্য কারো সংস্পর্শে তিনি এসেছেন কি না তাকে আইসোলেশনের রেখে তথ্য নিয়ে বাকিগুলোর নমুনা সংগ্রহ করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা