২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাজবাড়ীতে দূরত্ব মেনে কাঁচাবাজার, জনমনে সন্তুষ্টি

রাজবাড়ীতে দূরত্ব মেনে কাঁচাবাজার, জনমনে সন্তুষ্টি - ছবি: নয়া দিগন্ত

সারাদেশে মহামারী করোনাভাইরাসের প্রভাব বিস্তার করায় জনসচেতনতায় সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে বৃহস্পতিবার থেকে রাজবাড়ীর পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কাঁচাবাজার বসছে।

উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম এ সিদ্ধান্ত নেন। এ সিদ্ধান্ত নেয়ার পর পৌরশহরের বিভিন্ন এলাকায় মাইকিংয়ের মাধ্যম প্রচার করা হয়।

সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে পাংশা পৌর কাঁচাবাজারের ব্যবসায়ীরা বৃহস্পতিবার সকাল থেকে পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাজার বসিয়েছেন। সকাল থেকেই ক্রেতাগণ সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের নিত্যপ্রয়োজনীয় কাঁচামাল ক্রয় করেন এ বাজার থেকে।

এমন উদ্যোগ গ্রহণ করায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সাধূবাদ জানিয়েছেন। ক্রেতারাও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কাঁচামাল কিনতে পারায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।


আরো সংবাদ



premium cement