সোনারগাঁওয়ে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ এমপি’র
- সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ৩০ মার্চ ২০২০, ১৩:৪০
করোনাভাইরাস সংক্রমে খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
রোববার রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর গ্রামে লিয়াকত হোসেন খোকা নিজে উপস্থিত থেকে নিম্ন আয়ের দুই শ' পরিবারকে চাল, ডাল, তৈল, আলু, লবণসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও তিনি এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখতে নিজেই প্রতিটি দোকানের সামনে গিয়ে গোল চিহ্ন দিয়ে দেন। এসময় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ঘরে থাকা সবাইকে সচেতন থাকার আহবান জানান। সেই সাথে তাদের করোনাভাইরাস প্রতিরোধে নানা সচেতনতামূলক পরামর্শ ও জীবাণু নাশক হ্যান্ড সেনিটাইজারও বিতরণ করেন। তিনি সবাইকে বাড়ির বাইরে না আসার জন্য অনুরোধ করেন।
তিনি আরো জানান, দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী দেয়া অব্যাহত থাকবে। প্রতিদিনই তিনি কোন না কোন ইউনিয়নে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করবেন। এর আগে সকালে তিনি কাঁচপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা