২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গাজীপুরে এসে পৌঁছেছে করোনা পরীক্ষার কীট ও চিকিৎসা সরঞ্জাম

গাজীপুরে এসে পৌঁছেছে করোনা পরীক্ষার কীট ও চিকিৎসা সরঞ্জাম - সংগৃহীত

গাজীপুরে এসে গাজীপুরে এসে পৌঁছেছে করোনা পরীক্ষার কীট ও চিকিৎসা সরঞ্জামাধি। বৃহস্পতিবার মেয়র জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চীন থেকে ২০ হাজার কিট, ৯ লাখ মাস্ক ও ৬ হাজার বিশেষ গাউন ও শরীরের তাপমাত্রা মাপার ৩০০ যন্ত্র বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশনে এসে পৌঁছেছে।

মেয়র আরো বলেন, গাজীপুরের সড়ক-মহাসড়কগুলোতে সিটি করপোরেশনের পানির গাড়ির সাহায্যে জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। নগরবাসীর হাত ধোয়ার সুবিধার্থে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিটি করপোরেশনের উদ্যোগে পাঁচ সহস্রাধিক বেসিন বসানো হয়েছে। করোনা সচেতনতায় নগরির প্রতিটি ওয়ার্ডে মাইকিং করা হচ্ছে। নরবাসীকে দেওয়া হচ্ছে বিভিন্ন নির্দেশনা।

মেয়র জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর শ্রমিক অধ্যুষিত এলাকা হওয়ায় এখানে সংক্রমণ শুরু হলে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই করোনাভাইরাসের সংক্রমণ যাতে ছড়াতে না পারে সেজন্য আগে থেকেই প্রতিরোধমূলক বিভিন্ন প্রদক্ষেপ নেয়া হয়েছে। ভয়ংকর এ করোনাভাইরাসের আক্রমণ থেকে নগরবাসীকে সুরক্ষিত রাখার জন্যই তিনি এসব উদ্যোগ নিয়েছেন। শুধু নগরবাসীকেই নয়, পুরো জেলায় ভাইরাস প্রতিরোধক এসব ইকুইভমেন্ট বিতরণে তার পরিকল্পনা রয়েছে। একজন নাগরিকও যেন সংক্রমিত হতে না পারে সেজন্য তিনি সর্বাত্মক চেষ্টা রয়েছে। ‘যেখানে সংক্রমণ সেখানেই সীমাবদ্ধ’ এমন কর্মসূচী হাতে নিয়ে সিটি করপোরেশনের পুরো জনবলকে প্রস্তুত রাখা হয়েছে।

মেয়র আরো জানান, ইতোমধ্যে মহনগরে করোনা সংক্রান্তে ৬৫টি কমিটি গঠন সম্পন্ন হয়েছে। কোয়ারেন্টাইনে অবস্থান ব্যতীত কোনো প্রবাসী এলাকায় ঢুকলে, অপ্রয়োজনে কোনো নাগরিক রাস্তা-ঘাট হাট-বাজারে ঘোরাফেরা করলে এসব পর্যবেক্ষণ করবেন কমিটির সদস্যরা। ইতোমধ্যে মহানগরের দুই হাজার ৬০০ মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। করোনাভাইরাস সম্পর্কে তারা মুসল্লি ও সাধারণ মানুষকে সচেতন করবেন।

এছাড়া প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ৮০টি মাইকে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। গাজীপুর মহানগরের বিভিন্ন রাস্তা, হাট-বাজার ও মোড়ে অস্থায়ীভাবে পাঁচ হাজার প্লাস্টিকের ড্রাম বেসিন বসানো হয়েছে। ভাসমান মানুষ সেখানে হাত ধুইয়ে জীবাণুমুক্ত হতে পারবেন।

এদিকে হাসপাতাল, কাঁচাবাজার, খাবার ও ওষধের দোকান ব্যতিত সকল দোকানপাট, ব্যবসায় প্রতিষ্ঠান ও বিপণি বিতান ২৬ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে গাজীপুর জেলা প্রশাসন। এ সময়ে জরুরী প্রয়োজন ছাড়া ঘর হতে বের না হওয়ার জন্যও জেলাবাসীকে অনুরোধ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন আ’লীগ ইসলামী আদর্শকে জঙ্গিবাদ বলে এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে : আলাউদ্দিন সিকদার শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ সংবিধানে যেসব সংস্কার প্রস্তাব দিলো বিএনপি যমুনা রেল সেতু উদ্বোধন জানুয়ারিতে, ট্রায়াল ট্রেনের যাত্রা শুরু চিন্ময়ের মুক্তি নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা করতে ভারতকে অনুরোধ ইসকনের শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

সকল