২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

করোনার কারণে দৌলতদিয়া যৌনপল্লী ১৫ দিন বন্ধ ঘোষণা

করোনার-কারণে-দৌলতদিয়া-যৌনপল্লী-১৫-দিন-বন্ধ-ঘোষণা - ছবি : সংগৃহীত

করোনাভাইরাস থেকে মানুষকে নিরাপদে রাখতে দেশের বৃহৎ পতিতাপল্লী রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীতে জনসমাগম রোধে ১৫ দিনের জন্য বন্ধ রাখার ঘোষণা করেছে প্রশাসন।

শুক্রবার দুপুরে এ ঘোষণা দেন গোয়ালন্দ থানার অফিসার্স ইনচার্জ মো: আশিকুর রহমান।

তিনি জানান, শুক্রবার সকালে উপজেলা করোনাভাইরাস সংক্রান্ত জরুরি সভায় হয় পুলিশ বিভাগের পক্ষ থেকে দৌলতদিয়া যৌনপল্লী সাময়িক বন্ধের প্রস্তাব করা হয়।

দৌলতদিয়া যৌনপল্লীতে প্রতিদিন গড়ে সাড়ে তিন হাজার মানুষ যাতায়াত করে। আর পল্লীর মধ্যে রয়েছে প্রায় পাঁচ হাজারের মতো যৌনকর্মী ও তাদের পরিবারের লোকজন।

বন্ধ ঘোষণার আগে পল্লীর যৌনকর্মীদের খাদ্য নিরাপত্তার জন্য ৩৫ মেট্রিকটন চাল বরাদ্দ চেয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কাছে একটি চিঠিও পাঠানো হয়েছে। ওই চাল বরাদ্দের চিঠি পেয়েই ১৫ দিনের জন্য সাময়িক বন্ধ ঘোষণা করা হয় দেশের বৃহৎ এই যৌনপল্লী।

এর আগে শুক্রবার সকালে এই যৌনপল্লী ১৫ দিনের জন্য বন্ধের প্রস্তাব করে জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে একটি প্রস্তাব পাঠান জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান পিপিএম বার।

শুক্রবার দুপুর পর্যন্ত যৌনপল্লীতে মানুষের আনাগোনা দেখা গেছে। করোনাভাইরাসের ছড়ানোর জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তাই সিদ্ধান্ত হয়েছে আপাতত ১৫ দিনের জন্য যৌনপল্লীতে অবাধ বিচরণ বন্ধ থাকবে। সেক্ষেত্রে যৌনকর্মীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে খুব দ্রুতই বন্ধ ঘোষণা করা হয়েছে দৌলতদিয়া পল্লীটি।

বন্ধকালীন সময়ে যৌনকর্মীদের কোনো ঘরভাড়াও দিতে হবে না বলে জানান এসপি। তিনি বলেন, দৌলতদিয়া যৌনপল্লীর মধ্যে যারা ঘর মালিক রয়েছেন তাদেরকেও এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হবে। যতদিন বন্ধ থাকবে ততদিন কোনো ঘর মালিকই যৌনকর্মীদের কাছ থেকে ঘরভাড়া নিতে পারবে না।


আরো সংবাদ



premium cement
স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা ইসরাইলে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরাকি মিলিশিয়ারা সাভারে প্রশাসনের আশ্বাসে সাড়ে ৩ ঘণ্টা পর যান-চলাচল স্বাভাবিক নিয়োগে দুর্নীতি : লিয়াকত আলী লাকীসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন : সপু রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সাথে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দোহারে পানিতে ডুবে শিশুর মৃত্যু নিখোঁজের ৮ দিন পর পুকুর থেকে বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার দেশে প্রথমবার পুরানো ল্যাপটপে ৫০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মুন্সীগঞ্জে বিনামূল্যে চোখের চিকিৎসা ও লেন্স সংযোজন সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সকল