২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

আশুলিয়ায় ধর্ষণে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা

-

রাজধানী ঢাকার উপকণ্ঠ আশুলিয়ায় ১২ বছরের এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

সোমবার রাতে আশুলিয়া থানায় ধর্ষণের শিকার হওয়া প্রতিবন্ধীর মা এ মামলাটি দায়ের করেন।

ধর্ষণে অভিযুক্ত নুরজামাল (৪৩) কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানাধীন ষোলরশি এলাকার ইলিয়াস উদ্দীন ও আছিয়া নেছার ছেলে। তিনি আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়া এলাকার মোকসেদ আলীর বাড়িতে বাসা ভাড়ায় থাকতেন।

এ ব্যাপারে বাদি তার লিখিত অভিযোগে বলেন, তিনি আশুলিয়া এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তার স্বামী মাটি কাটার কাজ করেন। বাসায় তার ১২ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ে থাকে। বিবাদি নুরজামাল তাদের পাশের কক্ষের ভাড়াটিয়া। তাদের অনুপস্থিতে নুরজামাল তার মেয়েকে ফুসলিয়ে দীর্ঘ এক বছর যাবৎ অনৈতিক শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এতে তার প্রতিবন্ধী মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

বিষয়টি বুঝতে পেরে মেয়েকে জিজ্ঞাসা করলে সে অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করে ও নুরজামালকে এ জন্য দায়ী করে। এ ঘটনা পাশের ভাদাইল এলাকার আ: হাকিমের ছেলে সফিকুল ইসলাম (৩৬) ও ওই এলাকার মৃত জামাল উদ্দিন মাদবরের ছেলে সাইফুল শিকদারকে জানালে তারাসহ কয়েকজন মিলে ধর্ষক নুরজামালকে রোববার রাতে আটক করে রাখে।

বিচারের মাধ্যমে ফয়সালা করে দিবে বলে ভুক্তভোগী পরিবারের বাবা-মাকে আশ্বস্ত করেন তারা। রহস্যজনক কারণে বিচার ফয়সালার পরিবর্তে ধর্ষক নুরজামালকে তারা ছেড়ে দিয়ে তাদেরকে বাসা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন। তারা উপায়ান্তর না পেয়ে ওই কিশোরীকে নিয়ে আশুলিয়া থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ পরিদর্শক ইউনুস আলী বলেন, বিবাদি নুরজামালকে ধরতে অভিযান চলছে। ওই কিশোরীকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

দেখুন:

আরো সংবাদ



premium cement
শেষরাতে হঠাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় হাসনাত আব্দুল্লাহ দামুড়হুদায় নব দম্পত্তির উপরে ছিনতাইকারীর হামলা, গহনা লুট মৌলিক চাহিদার অন্যতম আবাসন খাতে স্থবিরতা চরমে সিলেট সীমান্তে সোয়া কোটি টাকার পণ্য আটক বিজিবির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মধ্যরাতে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ‘২০০ ভরি’ স্বর্ণালঙ্কার ছিনতাই পাঠ্যবই মুদ্রণে সফল ৩৫ প্রতিষ্ঠানকে এনসিটিবির সংবর্ধনা অপারেশন ডেভিল হান্টে আরো ৫৮৫ জন গ্রেফতার সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ দেশের আকাশসীমায় সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট : বিমান বাহিনী রমজানে কোনো নিত্য পণ্যের দাম বাড়বে না : অর্থ উপদেষ্টা

সকল