২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিরাজগঞ্জে এক রাতে ৬ বাল্য বিয়ে বন্ধ

সিরাজগঞ্জে এক রাতে ৬ বাল্য বিয়ে বন্ধ - প্রতীকী

সিরাজগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ছয়টি বাল্যবিয়ে বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব বাল্য বিয়ে বন্ধ করেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

আদালত সূত্র জানায়, উপজেলার ধীতপুর কানু গ্রামে আবু সামা শেখের মেয়ের (১৪) বিয়ের আয়োজনের সংবাদ পেয়ে সন্ধ্যায় অভিযান চালিয়ে বিয়ে বন্ধ এবং কনের বাবা আবু সামাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। কাদাই গ্রামে ছানোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তার সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ের (১৩) বাল্য বিয়ে বন্ধ করা হয়।

পরে বাগবাটি দক্ষিণ পাড়ার আবু হানিফের মেয়ের (১৬) বিয়ের আয়োজনে অভিযান চালিয়ে তা বন্ধ করা হয়। এ সময় কাজী রেজাউল করিমকে ৫০ হাজার, বর আজিজল হককে ৫ হাজার ও কনের ভগ্নিপতি খোকন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাতে শিবনাথপুর গ্রামে আকতার হোসেনের মেয়ে নবম শ্রেণির ছাত্রীর (১৪) বাল্য বিয়ে বন্ধ করা হয়। এ সময় বর ও কনের বাবাকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। সেই সাথে কানগাঁতী গ্রামে হাফিজুলের মেয়ে দশম শ্রেণির ছাত্রীর (১৫) বিয়ে বন্ধ এবং বর ও কনের বাবাকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। শেষে মালিগাঁতী গ্রামের ছানোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তার সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ের (১২) বিয়ে বন্ধ ও তার বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া প্রত্যেক অভিযানে মেয়েকে ১৮ বছরের নিচে বিয়ে দেবেন না মর্মে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেয়া হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।


আরো সংবাদ



premium cement