৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

করোনা আতঙ্কে বন্ধ হয়ে গেল আমির হামজার মাহফিল

মুফতি আমির হামজা
মুফতি আমির হামজা - ছবি : সংগৃহীত

করোনা আতঙ্কে মুফতি আমির হামজার ওয়াজ মাহফিল বন্ধ হয়ে গেল। দেশে করোনাভাইরাস দেখা দেয়ায় পরে প্রথম কোনো মাহফিল বন্ধ করা হয়েছে। আজ বুধবার দুপুরে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়ের।

মঙ্গলবার প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বাড়তি সতর্কতা হিসেবে রাতে কমিটির এক জরুরি বৈঠকে মাহফিল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।

তেওতা এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি আমির হামজার। মাহফিলের প্রচার-প্রচারণা এবং মঞ্চসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছিল আয়োজক কমিটি। কিন্তু শেষ মুহূর্তে করোনার প্রভাবে মাহফিল বন্ধ করা হয়েছে।

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আমির হামজার ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে তেওতাসহ আশপাশের এলাকার মুসল্লিদের মধ্যে কয়েকদিন ধরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল।


আরো সংবাদ



premium cement