২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

প্রবাসীর স্ত্রী ও ছেলে খুনের নেপথ্যে পরকীয়া, ধারণা করছেন পুলিশ

প্রবাসীর স্ত্রী ও ছেলে খুনের নেপথ্যে পরকীয়া, ধারণা করছেন পুলিশ - ছবি : সংগৃহীত

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রী ও ছেলে খুনের নেপথ্যে পরকীয়ার ঘটনা থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দীন আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। এর সাথে পরকীয়ার কোনো ঘটনাও থাকতে পারে।

‘পিবিআই ও সিআইডিসহ পুলিশ সদস্যরা হত্যাকাণ্ডের ঘটনা উদঘাটনে নিবিড়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। খুব শিগগিরই হত্যাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে,’ বলেন তিনি।

বৃহস্পতিবার সকালে সাটুরিয়া উপজেলার উত্তর কাউন্নারা এলাকা থেকে সৌদি প্রবাসী মজনু মিয়ার স্ত্রী পারভীন বেগম (২৬) ও তার ছেলে নূর মোহাম্মদের (৬) মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, রাতের কোনো একসময় মা-ছেলে খুন হন। পারভীনকে গলাকেটে ও ছেলে নূর হোসেনকে পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। দুর্বৃত্তরা কীভাবে ঘরে প্রবেশ করেছে, তা এখনও বলা যাচ্ছে না। কক্ষের দরজা ভাঙা হয়নি, খোলা পাওয়া গেছে। প্রাথমিকভাবে চুরির কোনো আলামতও পাওয়া যায়নি।

নিহত পারভীনের শ্বশুর আবদুর রহমান জানান, বাড়িটি তাদের নিজের। দোতলা বাড়ির একটি ইউনিটে পারভীনের সাথে তিনি ও তার স্ত্রী থাকেন। আরেকটি ইউনিটে তার অন্য দুই ছেলে পরিবার নিয়ে থাকেন। 

বুধবার খাওয়া-দাওয়া শেষে রাত ১০টার দিকে সবাই ঘুমাতে যান। পারভীন ছেলে নূর হোসেনকে নিয়ে তাদের ফ্ল্যাটে ঘুমিয়ে পড়েন। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
রাজধানীতে সংঘর্ষে ২ যুবক নিহত জাতিসঙ্ঘে বাংলাদেশের গণঅভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরবেন ড. ইউনূস কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু তোফাজ্জল হত্যা : ঢাবির ৬ শিক্ষার্থীর দায় স্বীকার কুমিল্লা-১০ বিনির্মাণে আমাদেরকে কাজ করতে হবে : ইয়াছিন আরাফাত উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসবে মেতেছিল আ’লীগ : হামিদ আজাদ ভাইকে হত্যা করাতে ১৪ মাসের ষড়যন্ত্র ভান্ডালজুড়ি শোধনাগার প্রকল্পের কাজ শেষ পর্যায়ে ঢাবি ও জাবিতে পিটিয়ে হত্যার প্রতিবাদে খুলনায় শিক্ষার্থীদের মানববন্ধন নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিক রনো ও তার পরিবার চট্টগ্রাম পানগাঁও নৌরুট জনপ্রিয় করার উদ্যোগ

সকল