২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর নগর কলেজে বিমান বাহিনীর অনুদানের চেক হস্তান্তর

রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর নগর কলেজে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে বিমান বাহিনী - ছবি : নয়া দিগন্ত

নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল এ কে এম আহসানুল হক বলেছেন, বীরশ্রেষ্ঠ মতিউরের শাহাদত শুধু বিমানবাহিনীর সদস্যকেই অনুপ্রাণিত করেনি বরং যুদ্ধে যোগ করেছিলো নতুন মাত্রা।

তিনি আজ মঙ্গলবার সকালে নরসিংদীর রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর নগর কলেজে বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক ৫০ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন।

কলেজ মাঠে অনুষ্ঠিত চেক হস্তান্তর সভায় উপস্থিত ছিলেন এয়ার কমডোর এম এ আওয়াল হোসেন, এয়ার কমডোর কাজী আব্দুল মঈন। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, নরসিংদী আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট এম এম বদরোদ্দোজা জিল্লু, বীরশ্রেষ্ঠ মতিউরের কনিষ্ঠা কন্যা তুহিন মতিউরসহ অনেকে।


আরো সংবাদ



premium cement