১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আমরাও একদিন বিশ্বমানের রেল সেবা দিবো : রেলমন্ত্রী

- ছবি : নয়া দিগন্ত

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, মানুষ সচেতন হচ্ছে, মানুষের রুচির পরির্বতন হচ্ছে। আজকাল অনেকেই বাংলাদেশের রেলওয়ে সেবার সঙ্গে পৃথিবীর অন্যান্য দেশের রেলওয়ের তুলনা করছে। তবে আমরা উদ্দ্যোগ গ্রহণ করেছি। বাংলাদেশের রেল সেবাকে বিশ্বমানে উন্নত করতে কাজ করছে সরকার। এ ব্যাপারে সকলের সহযোগিতা প্রয়োজন। আমরাও একদিন বিশ্বমানের রেল সেবা দিতে পারবো।

রেলমন্ত্রী শুক্রবার গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে পরিছন্নতা কার্যক্রম উদ্বোধন করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশে ৪৬৫টির মত রেল স্টেশন রয়েছে। এ বিপুল সংখ্যক রেল স্টেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম সরকারের একার পক্ষে করা সম্ভব নয়, এজন্য সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। বিডি ক্লিন এই পরিচ্ছন্নতা কাজের উদ্যোগ গ্রহণ করেছে এজন্য তাদের ধন্যবাদ জানাই।

এসময় মন্ত্রী বলেন, আগামী জুনের মধ্যে জয়দেবপুর পর্যন্ত রেল লাইনের চলমান দুই লাইনের কাজ শেষ হবে। তিনি আগামী ৬ মাসের মধ্যে বঙ্গবন্ধু হাইটেক সিটির জন্য আলাদা ট্রেন চালু করা হবে বলেও জানান।

এ সময় মন্ত্রীর সঙ্গে গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামান খান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহান, রেলওয়ের জেনারেল ম্যানেজার (পূর্ব) নাসির উদ্দিন, রেলওয়ের চীফ কর্মাশিয়াল ম্যানেজার মুরাদ হোসেন, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ, রেলওয়ে পুলিশ সুপার মহিউল ইসলাম, জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার মো: শাহজাহানসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী বিডি ক্লিন কর্তৃক আয়োজিত ৯০ দিনের পরিছন্নতা কার্যক্রমের সূচনা করেন। এসময় মন্ত্রী বিডি ক্লিনকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।


আরো সংবাদ



premium cement
অনুশোচনা নেই আওয়ামী লীগে, যে অপেক্ষায় তারা রাতে মাঠে নামছে চিরচেনা ব্রাজিল, ভোরে বিশ্বজয়ী আর্জেন্টিনা কাঁঠালিয়ায় মোটরসাইকেলচাপায় গৃহবধূ নিহত, আহত ২ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি : মাহমুদুর রহমান সাবেক এমপি টিপুকে ধরে পুলিশে সোপর্দ করল জনতা বিএলআরআইয়ের ভূমিকা হওয়া উচিত দেশীয় জাত সংরক্ষণ : ফরিদা আখতার কেউ যাতে দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে : আসিফ নজরুল প্রশাসক নিয়োগ করে পোশাক কারখানায় সমস্যা সমাধান সম্ভব? খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন তিন দিনের মধ্যে এনআইডিকে ক্যাটাগরি করার নির্দেশ ইসির

সকল