০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬
`

খালেদা জিয়ার মুক্তি দিয়ে দেশে জাতীয় নির্বাচন দিতে হবে : শামা ওবায়েদ

খালেদা জিয়ার মুক্তি দিয়ে দেশে জাতীয় নির্বাচন দিতে হবে : শামা ওবায়েদ - নয়া দিগন্ত

বিএনপির অন্যতম সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অসংখ্য নেতাকর্মী জেল-জুলুম, নির্যাতন সহ্য করে যাচ্ছেন। অনেকে এই আন্দোলনে শরিক হয়ে শাহাদাৎ বরণ করেছেন। তাদের কারো অবদানই বৃথা যাবে না। রাতের আঁধারের ভোটে বানানো সরকারকে অবশ্যই ক্ষমতা থেকে সরে যেতে হবে। অচিরেই বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দেশে জাতীয় নির্বাচন দিতে হবে।

আজ বৃহস্পতিবার সন্ধায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতি ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল হান্নান মাতুব্বরের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ এসব কথা বলেন। গত বছরের ৩০ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে ঢাকায় অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশে অংশগ্রহণ করেন আব্দুল হান্নান মাতুব্বর। সমাবেশ চলাকালে সমাবেশস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

শামা ওবায়েদ এই হান্নান মাতুব্বরের স্মরণসভায় আরো বলেন, আমাদেরকে হান্নান মাতুব্বরের জীবন থেকে শিক্ষা নিতে হবে। দলের জন্য দলের নেত্রীর জন্য তিনি জীবন দিয়ে গেছেন। বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই বিএনপি এগিয়ে যাবে।

ফুলসূতি ইউনিয়নের পুড়াদিয়া গ্রামে হান্নান মাতুব্বরের বাড়ির প্রাঙ্গণে আয়োজিত এ সভায় ফ‚লসূতি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসরাফিল মাতুব্বরের সভাপতিত্বে আরো বক্তব্য দেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি বাবুল তালুকদার, যুবদলের সাবেক কেন্দ্রিয় নেতা হাফিজ শরীফ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক হেলালুদ্দিন, ডাঙ্গি ইউনিয়ন বিএনপির সভাপতি রইস চোকদার, কাইচাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদিন, আলমগীর হোসেন প্রমুখ।

এসময় মঞ্চে আব্দুল হান্নান মাতুব্বরের স্ত্রী মিনারা বেগম উপস্থিত ছিলেন।

সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও মুক্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এসময় হান্নান মাতুব্বরের রুহের মাগফিরাত কামনা করা হয়। বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

 


আরো সংবাদ



premium cement
অভ্যন্তরীণ উদ্বেগের দৃষ্টিতে চীনকে নিয়ে ট্রাম্প, কমলার আলোচনা ইইউর তদন্তের মুখে চীনের বিপুল সংখ্যক অনলাইন বিক্রেতা যুক্তরাষ্ট্রে নির্বাচন নিয়ে আমেরিকানদের উদ্বেগ : এপি-এনওআরসি জরিপ ‘স্থায়ী ক্ষত’ রাখবে মধ্যপ্রাচ্যের সংঘাত হবিগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ২ চালক নিহত গুগলকে ২0,000,000, 000,000,000, 000,000,000, 000,000,000 ডলার জরিমানা অপপ্রচার সত্ত্বেও আলেম সমাজ গণমানুষের ভালোবাসায় সিক্ত আমিরাতে ক্ষমার মেয়াদ বাড়ল ২ মাস, বাংলাদেশীরা কি সুযোগটি নেবে মার্কিন নির্বাচনে বেশি ভোট পেয়েও হতে পারে পরাজয়! গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের তথ্য যাচাই করা হচ্ছে ১৬০০০ নম্বর থেকে কিমের নিশানায় এবার যুক্তরাষ্ট্র? দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

সকল