২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

উত্তাল মাদারীপুর, রোববার আধাবেলা হরতাল ছাত্রলীগের

উত্তাল মাদারীপুর, রোববার আধাবেলা হরতাল ছাত্রলীগের একাংশের - নয়া দিগন্ত

মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর মাহমুদকে অব্যাহতি দেয়া ও রাজৈর উপজেলা ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে হয়ে উঠেছে মাদারীপুর। তানভীর মাহমুদকে বহাল রাখার দাবিতে রোববার আধাবেলা হরতালের ডাক দিয়েছে ছাত্রলীগের একাংশ এবং হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিলও করেছে এই গ্রুপটি।

অপরদিকে, রোববারের সম্মেলন ও নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে অপর গ্রুপ।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। এই দুই
গ্রুপের নেতৃত্বের দ্বন্ধের কারণে সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে দুই গ্রুপেরই আলাদা আলাদা প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর মাহমুদ স্বতন্ত্র প্রার্থী ওবাইদুর রহমান খালু খানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করেই দলীয় আদর্শ ও গঠনতন্ত্র ভঙ্গের অভিযোগ এনে তাকে ছাত্রলীগ থেকে অব্যহতি প্রদান করা হয়। এমন দাবি ছাত্রলীগের একাংশের। একই সাথে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

ছাত্রলীগের অপর গ্রুপের নেতাদের দাবি কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মাদারীপুরের বাসিন্দা গোলাম রাব্বানীর অনৈতিক কর্মকান্ডে সমর্থন না দেয়ার কারণেই তাকে অব্যহতি দেয়া হয়েছে। 

মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ তানভীর মাহমুদকে অব্যহতি প্রদান করেছে। তিনি সদ্য সমাপ্ত নির্বাচনে আওয়ামীলীগের বিরুদ্ধে অংশগ্রহণ করেছেন। এটা হয়তো ভালোভাবে নেয়নি কেন্দ্রীয় ছাত্রলীগ, তাই তাকে অব্যহতি দেয়া হয়েছে। কেন্দ্রের সিদ্ধান্তই চুড়ান্ত। তবে ভিন্নমত পোষণ করেছে ছাত্রলীগের অন্য গ্রুপ। এই গ্রুপের সহ-সভাপতি রাশেদ তালুকদার খোকন বলেন, সম্প্রতি তানভীরকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী রাজৈর উপজেলা কমিটি গঠনের জন্য সাদা প্যাডে সই করতে বলেছিল, কিন্তু তানভীর সেখানে সই করেনি। তাই তাকে প্রতিহিংসার কারণে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে। কাউকে অব্যহতি দিতে হলে আগে তাকে সতর্কীকরণ নোটিশ দিতে হবে। সেটা না করে সরাসরি অব্যহতি দেয়া হয়েছে। এটা কোন গণতান্ত্রিক ব্যবস্থা নয়। তাই আমরা তানভীরের বহালের দাবিতে আন্দোলন করে যাচ্ছি।

 


আরো সংবাদ



premium cement