২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও, রাস্তা অবরোধ

পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও, রাস্তা অবরোধ - নয়া দিগন্ত

বিদ্যুতের ডিজিটাল মিটার সংযোগের প্রতিবাদে নারায়ণগঞ্জের আড়াইহাজারে পল্লীবিদ্যুৎ সমিতি-২, ডেপুটি ম্যানেজারের কার্যালয় ঘেরাও করেছেন গ্রাহকরা। রোববার সকালে স্থানীয় গোপালদী পৌরসভাধীন দাইরাদী এলাকায় অবস্থিত কার্যালয়ের সামনে শতশত লোক অবস্থান নেন।

এ সময় তারা বিক্ষোভ মিছিল করে তাদের বাড়িতে স্থাপনকৃত ডিজিটাল মিটার অপসারণের দাবি জানান। একপর্যায়ে বিক্ষুদ্ধ জনতা কাঠের গুঁড়িতে আগুন ধরিয়ে আড়াইহাজার-গোপালদী সড়ক অবরোধ করে রাখেন। পরে গোপালদী পল্লীবিদ্যুতের কর্মকর্তা-কর্মচারিরা তাদের বিভিন্ন আশ্বাস দিয়ে শান্ত করেন।

বিদ্যুত গ্রাহক এসএম মনির হোসেন বলেন, আমার বাড়িতে একটি ডিজিটাল মিটার সংযোগ দেয়া হয়েছে। তাতে অতিরিক্ত বিল আসছে। এটি অপসারণ করে আগের মিটার সংযোগ দেয়ার দাবি জানান তিনি।

পল্লীবিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, এখানে আবাসিক গ্রাহক রয়েছে ৩৯ হাজার ১৫৯ জন। বাণিজ্যিক রয়েছে ১ হাজার ৭৪৭জন। এরমধ্যে ডিজিটাল মিটার সংযোগ দেয়া হয়েছে ১ হাজার ১১৫টি।

পল্লীবিদ্যুতের ডিজিএম শাহাদৎ হোসেন বলেন, যেসব গ্রাহকদের বাড়িতে ইতোমধ্যে ডিজিটাল মিটার সংযোগ দেয়া হয়েছে, তারাই এখন এনিয়ে প্রতিবাদ করছেন। তবে তাদের আপাতত বুঝিয়ে বিদায় করা হয়েছে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে ১ হাজার ১১৫টি ডিজিটাল মিটার সংযোগ দেয়া হয়েছে। তবে পৌরসভার মেয়র ও এমপি সাহেবকে বিষয়টি অবহিত করা হবে। যে সিদ্ধান্ত হবে আমি সেভাবে কাজ করবো।


আরো সংবাদ



premium cement
বিদেশী কম্বলের ভিড়ে কমেনি লেপ-তোষকের কদর শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র প্রস্তত আছে : পুতিন নেশন্স লিগের শেষ আটে কে কার মুখোমুখি হবে মুরাদনগরে পিঠা পুলি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা যুদ্ধ বন্ধে ট্রাম্পের সাথে বসতে চান পুতিন মাদকের টাকার জন্য মাকে হত্যা, থানায় আত্মসমর্পণ ছেলের আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ ভারতীয় অর্থনীতি-রাজনীতিতে যে প্রভাব ফেলবে বিচ্ছেদে খুশি নন সায়রা-রহমান কেউই! তবুও কেন হলো অস্ট্রেলিয়ায় আদিবাসীদের সাথে বর্ণবৈষম্য, আদানির বিরুদ্ধে অভিযোগ মণিপুরে আরো ১০ হাজার জওয়ান পাঠাচ্ছে ভারত সরকার এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি 'সহানুভূতিসম্পন্ন'

সকল