গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
- গোপালগঞ্জ সংবাদদাতা
- ২০ মার্চ ২০১৯, ১২:০৩, আপডেট: ২০ মার্চ ২০১৯, ১২:২৩
গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নবাড়ী রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে আজ বুধবার ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই তিন যুবকের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আব্দুল বারেক জানান, মোটরসাইকেল নিয়ে রাজু আহম্মেদ শিকদার (২১), তানভির আহম্মেদ রকি (২০) ও তাদের এক বন্ধু লেবু মোল্লা (২৫) শহর থেকে ভেন্নাবাড়ি যাচ্ছিল। রাজশাহী থেকে ছেড়ে আসা একটি ট্রেন গোবরা স্টেশনে যাত্রী নামিয়ে পুলিশ লাইন্স স্টেশনে যাওয়ার সময় রাত সাড়ে ১২টার দিকে ভেন্নাবাড়ী রেলক্রসিং পার হওয়ার সময় ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তিন যুবকের মৃত্যু হয়।
নিহতরা হলেন, গোপালগঞ্জ শহরের ইসলামবাগ এলাকার সিদ্দিক শিকদারের ছেলে রাজু আহম্মেদ শিকদার, মোহাম্মদ পাড়া এলাকার কামরুল চৌধুরীর ছেলে তানভির আহম্মেদ রকি ও গাজীপুর জেলার দীঘিরতালা গ্রামের সায়েদান মোল্লার ছেলে লেবু মোল্লা (২৫)।
গোপালগঞ্জে ট্রেন চালু হওয়ার পর প্রথম প্রাণহানীর ঘটনা এটা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা