গাজীপুরে পঞ্চম দিনেও চলছে শ্রমিকদের বিক্ষোভ
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর থেকে
- ১০ জানুয়ারি ২০১৯, ২১:৪০
গাজীপুরে বৃহস্পতিবার ৫ম দিনের মতো পোশাক শ্রমিকদের আন্দোলন অব্যাহত ছিল। নূন্যতম মজুরী কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি, বিক্ষোভ, অবরোধ ও ভাংচুর করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। শ্রমিক অসন্তোষের মুখে এদিন গাজীপুর মহানগরীর টঙ্গী, ভোগড়া ও আশেপাশের এলাকার অন্তত ১৫টি কারখানা বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।
মহানগরের গাছা থানার ওসি মোঃ ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার ভোগড়া এলাকার এ্যাপারেলস প্লাস নামের একটি কারখানায় দুপুরে শ্রমিকদের বেতন দেয়ার কথা ছিলো। কর্তৃপক্ষ পুরনো বেতন কাঠামো অনুসারে বেতন দেয়া শুরু করলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে। তারা নতুন বেতন কাঠামো অনুসারে বেতনের দাবী জানিয়ে কারখানা প্রাঙ্গনে বিক্ষোভ প্রদর্শন কতে থাকে।
এক পর্যায়ে তারা কারখানা থেকে বের হয়ে মিছিল সহকারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গিয়ে অবরোধের চেষ্টা করে। এসময় বিক্ষোভকারীরা মহাসড়কে চলাচলকারী যানবাহনে ইট পাটকেল ছুঁড়তে থাকলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে টিয়ার সেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। একই দাবিতে চান্দনা চৌরাস্তা, বড় বাড়ি এলাকায় বিক্ষোভ করে কয়েক’শ শ্রমিক। তবে পুলিশের হস্তক্ষেপে তারা মহাসড়কে দাঁড়াতে পারেনি। অপ্রীতিকর ঘটনা এড়াতে এসব এলাকায় অন্তত ১৫টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার শরীফুর রহমান জানান, শ্রমিক অসন্তোষের কারণে মহাসড়কের পাশের বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। তবে পুরো পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং অধিকাংশ কারখানায় যথারীতি কাজ চলেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা