আ’লীগের হামলায় মিলনের স্ত্রী শম্পা হক আইসিইউতে
- কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
- ২৪ ডিসেম্বর ২০১৮, ১৯:৫২, আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ২২:২২
গাজীপুর-৫ আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী কারাবন্দী ফজলুল হক মিলনের স্ত্রী শম্পা হকের ওপর হামলা করা হয়েছে। হামলার ঘটনায় অন্তত ২০জন নেতাকর্মী আহত হয়েছেন এবং ৩টি গাড়ি ভাঙচুর করা হয়।
এদের মধ্যে শম্পা হককে ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে এবং বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন, সোমবার দুপুরে গাজীপুর-৫ আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী কারাবন্দী ফজলুল হক মিলনের নামে লাইসেন্সকৃত অস্ত্র জমা দেয়ার জন্য তার স্ত্রী শম্পা হক কালীগঞ্জ থানার উদ্দেশ্যে যাওয়ার সময় কালীগঞ্জ বাজার বাসষ্ট্যান্ড এলাকায় পৌছলে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা তার গাড়িবহরে হামলা করে। হামলায় শম্পা হকের পাশাপাশি বিএনপি কর্মী শওকত আকবর, জাহাঙ্গীর, মোফা, মাসুম, আল আমিন, শাহ আলমসহ অন্তত ২০ নেতাকর্মী আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে কালীগঞ্জ থানার পাশেই বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগ-যুবলীগের হামলা হলেও ও ঘটনার সময় পুলিশ কাছাকাছি থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে।
এছাড়াও সোমবার সন্ধ্যায় উপজেলার তুমলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের টিওরী গ্রামে বিএনপির নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা